বাইশটিলায় পাহাড় কাটার অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা

6

স্টাফ রিপোর্টার :
শহরতলীর বাইশটিলা এলাকায় পাহাড় কাটার অপরাধে ২ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে তাদেরকে এ জরিমানা ও সাজা প্রদান করা হয়।
তারা হচ্ছে, এয়ারপোর্ট থানার লাখাউড়া এলাকার পশ্চিম বাইশটিলা গ্রামের মো: আব্দুল মান্নানের পুত্র মো: আলী হোসেন (৩১) ও বিশ্বনাথ থানার জগদিশপুর গ্রামের লালুশাহ মিয়ার পুত্র তৌফিকুল ইসলাম (২১)।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকাল সোয়া ৯ টার দিকে এয়ারপোর্ট অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ জসিম উদ্দিন এর দিক নির্দেশনায় দিবাকালীন সিয়েরা-৩১ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় বুল ডোজার দ্বারা পাহাড় কাটার সময় মোঃ আলী হোসেন ও তৌফিকুল ইসলামকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, বিষয়টি তাৎক্ষনিক পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিবেশ অধিদপ্তর, সিলেটকে অবহিত করলে পরিচালক মোঃ ইমরান হোসেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার টেবিল ৫ অনুসারে নগদ ১ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।