আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে – এম এ মান্নান

21
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাকে পথসভায় বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা একজন উন্নয়নের নেত্রী। শেখ হাসিনা বিগত দশ বছরে যে হারে উন্নয়ন করেছেন। তার অধিকাংশ উন্নয়ন দেশের গরীব মেহনতী মানুষের উন্নয়ন করেছেন। গ্রামের হতদরিদ্র বয়স্ক, বিধবা থেকে শুরু করে কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর ছিল বলেই আজ গ্রামের প্রতিটি পথে প্রান্তরে উন্নয়নের মহারথী চলমান রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা গ্রামের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। যার প্রতিটি কথা এবং চিন্তা চেতনা গ্রামের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে। ইতিমধ্যে গ্রামের রাজা রাস্তা, গ্রামের রাণী বিদ্যুৎ প্রতিটি গ্রামে পৌঁছে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার দ্বারাই এটা সম্ভব হয়েছে।
তিনি গতকাল শনিবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল, জীবদাড়া, মুক্তাখাই গ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা নিয়ামত আলীর সভাপতিত্বে ও শিমুলবাক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তখাই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এড. সালেহ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম,সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড বশির উদ্দিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা যুব কামান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা যুবলীগ সভাপতি এড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সফিকুল ইসলাম, লিয়াকত আলী, ত্রান বিষয়ক সম্পাদক শাকির আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নুর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, জেলা তথ্য ও প্রযুক্তি লীগ সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আব্দুল মতিন, কৃষক লীগ আহবায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল গণি ভান্ডারী, ফরিদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা এইচ আর হাবিব, বদরুল ইসলাম, শাহান মিয়া, ইউপি যুবলীগ আহবায়ক গোলাম নুর, যুবলীগ নেতা জুয়েল রানা, মুক্তখাই গ্রামের আসাদ মিয়া, নজরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন, উকারগাঁও গ্রামের হুসিয়ার আলী, জীবদারা গ্রামের আবুল ফয়েজ, আলকাব উদ্দিন, জিয়া উদ্দিন, মাষ্টার আব্দুছ ছোবহান, শিমুলবাক ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমান উদ্দিন, ইউপি কৃষকলীগ সভাপতি সাবাজ মিয়া, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী, ইউপি সদস্য হায়াতুল ইসলাম প্রমুখ।