সুনামগঞ্জ-৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

38

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন। এবার ভোটযুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
জানা গেছে, সুনামগঞ্জ-৩ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট প্রার্থী বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। যদিও আ.লীগের আরেক হেভিওয়েট প্রার্থী সামাদপুত্র আজিজুস সামাদ ডন বঞ্চিত হয়েছেন।
এদিকে-বিএনপি তথা ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছেন আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি সরিকদল জমিয়ত নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এবার শুরু হবে তাদের মধ্যে ভোটযুদ্ধ। ভোটযুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি। দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। তবে নির্বাচনে সামাদপুত্র আজিজুস সামাদ ডন ভক্তদের প্রভাব পড়বে বলে দলীয় নেতাকর্মীরা জানান। এক্ষেত্রে ডন ভক্তদের অবস্থান এখনো নিশ্চিত নয়। কোন দিকে তাদের প্রভাব পড়বে বলতে পারছেন না দলীয় নেতাকর্মীরা।
এদিকে-নির্বাচনের সব ধরণের প্রস্তুতি নিচ্ছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। ভোটাররাও কষতে শুরু করেছেন হিসাব-নিকাশ। কে হচ্ছেন আগামী দিনের এমপি। এ নিয়ে নির্বাচনী ভাবনা শুরু হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ভোটাররা। এখন শুধু অপেক্ষার প্রহর গুণছেন সর্বস্তরের জনতা।