গুণীজনদের সম্মান করলে সমাজে আরো গুণীজনের জন্ম হবে — ড. কাজী খালীকুজ্জামান

17

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বাউল স¤্রাট শাহ আব্দুল কেিরমর স্মৃতি বিজড়িত উজানধলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে নির্মিত শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালীকুজ্জামান বলেন, শাহ আব্দুল করিম দেশের সম্পদ উনার স্মৃতি জাদুঘর তৈরী করতে পেরে পিকেএসএফ ধন্য। শাহ আব্দুল করিম গানের মাধ্যমে মানুষের কথা বলে গেছেন আজ বাউলদের কণ্ঠে সেই গানগুলো গুনে মনে হচ্ছে আমরাও আজ মাটি ও মানুষের সাথে মিশে গেছি। যান্ত্রিক জীবনে শাহ আব্দুল করিমের গান মনে প্রেরণা যোগায়ে। গুণীজনদের সম্মানে সবাইকে কাজ করতে হবে। কারণ গুণীজনদের সম্মান করলে সমাজে আরো গুণীজনের জন্ম হবে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার উজানধলে জাদুঘরের উদ্বোধন করা হয়।
টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে ও টিএমএসএস এর পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, রাষ্ট্রদূত ফয়েজ আহমদ মুন্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জুবায়দা বেগম, টিএমএসএস এর ভাইস চেয়ারম্যান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাছিমা আক্তার জলি, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি জামিল চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, পিকেএসএফ এর সদস্য প্রফেসর শফি আহমদ, ইউরোপ-বাংলা চেম্বার অব কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মজিদ চৌধুরী, রাজি, শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, দিরাই অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া প্রমুখ।
আলোচনা সভাশেষে মঞ্চে আসেন শাহ আব্দুল করিমের শিষ্য রনেশ ঠাকুর, বাউল আব্দুল রহমান, বাইল সিরাজ উদ্দিন, বাউল প্রাণকৃষ্ণ একে একে শাহ আব্দুল করিমের কালজীয় গানগুলো পরিবেশন করা হয়।