বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে গণসচেতনতা র‌্যালি ও সাইন্টিফিক সেমিনার

61
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেডিক্স সার্জারি বিভাগের উদ্যোগে ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সহযোগিতায় অনুষ্ঠিত র‌্যালি।

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস ২০১৮ উপলক্ষে বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটির নেতৃত্বে সিলেটসহ ৮টি বিভাগীয় শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে গণসচেতনতা র‌্যালি এবং সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হেলথ্কেয়ার ফার্মাসিউটিকেলস্ লিঃ এর সার্বিক সহযোগিতায় রবিবার বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত র‌্যালি ও সেমিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে উদ্বোধন করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. আব্দুল গনি মোল্লাহ এবং মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুর রহমান।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেডিক্স সার্জারি বিভাগের আয়োজনে সকাল ৯টায় সিলেটে অনুষ্ঠিত গণসচেতনতা র‌্যালিটি মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের কনফারেন্স হলে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ডা. ইশতিয়াক উল ফাত্তাহ এর সভাপতিত্বে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল এ.কে মাহবুবুল হক। বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি সিলেট’র সাংগঠনিক সম্পাদক ডা. শংকর কুমার রায়ের স্বাগত বক্তব্য সূচিত সেমিনারে মুখ্য আলোচক ছিলেন অর্থোসার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. এস.এম মাহফুজ আনোয়ার। সায়েন্টিফিক প্রেন্টেশন উপস্থাপন করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর প্রোডাক্ট ম্যানেজার ফয়সল আহমেদ।
সেমিনারে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর সিলেট এর সেলস্ ম্যানেজার মাহমুদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. ফেরদৌস আলী, এরিয়া ম্যানেজার আব্দুস সাত্তার মোল্লাসহ অন্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি