আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

50

সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা, দালাল, পুঁজি বিরোধী আপোষহীন নেতা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলার সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবু হেনা চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ২৪ অক্টোবর সকাল ৮টায় হযরত শাহজালাল র. মাজার প্রাঙ্গণের গোরস্থানে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনডিএফ সিলেট জেলা সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, সহ সভাপতি সুরুজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ইমন, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয়মহাতœ কুর্মী, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সুজন মিয়া, এনডিএফ সিলেট শহর পূর্বাঞ্চ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সরকার, জাতীয় ছাত্রদল নেতা এম.এ সালাম, বদরুল ইসলাম, শুভ আহমদ শান্ত, হোটেল শ্রমিক নেতা মহিদুল ইসলাম প্রমুখ। আবু হেনা চৌধুরীর পরিবারবর্গের পক্ষে অংশ গ্রহণ করেন তার অনুজ শিপার চৌধুরী, শিহাব চৌধুরী।
এছাড়াও আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিলি ও আগামী ২৬ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত বিশ^াস।
স্মরণ সভাকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথা সময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন এনডিএফ সিলেট জেলা সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম। বিজ্ঞপ্তি