বালাগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় যুবদল নেতা গ্রেফতার

30

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মাদরাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল মিয়া দেওয়ান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় সিরাজপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।
বালাগঞ্জ থানার এসআই কামরুল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়ে সতত্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (১০অক্টোবর) দিবাগত রাতে দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার এবং স্থানীয় সিরাজপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরুর বাড়িসহ পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে পৃথক পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে গত বৃহস্পতিবার (১১ অক্টোরব) বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বিস্ফোরক এবং ততসহ বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা নম্বর ০১। তারিখ: ১১অক্টোবর ২০১৮। মামলায় অজ্ঞাত ১শ ৪০জন থেকে ১শ ৫০জনকে আসামী করা হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন দায়েরকৃত মামলায় যুবদল নেতা বাবুল মিয়াকে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।