কানাইঘাট সাতবাঁক ইউনিয়নে ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে – সেলিম এম.পি

52

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এম.পি বলেছেন সরকার ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে। কানাইঘাট ও জকিগঞ্জে বিগত সাড়ে ৪ বছরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, দেশ আজ সবদিকে এগিয়ে যাচ্ছে, শিক্ষার সুদূরপ্রসারী উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে পারলে বিশ্ব-দরবারে আগামী দিনে বাংলাদেশ নেতৃত্ব দিতে সক্ষম হবে। কানাইঘাট সাতবাঁক ইউপিতে ইতিমধ্যে প্রায় ৩০ কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্টের কাজ এগিয়ে চলছে। তিনি শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে সাতবাঁক ইউপির জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের চার-তলা বিশিষ্ট এক-তলা একাডেমিক ভবন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে চরিপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার চার-তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ ভিত্তিপ্রস্তর পরবর্তী সেলিম উদ্দিন এম.পি গতকাল শুক্রবার সকাল ১১টায় এ উপলক্ষে জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়া সেলিম উদ্দিন এমপি সাতবাঁক ইউপির প্রায় ৪ কিলোমিটার জুলাই আগরচটি রাস্তা পাকাকরণ, বাংলা বাজার টু ভবানীগঞ্জ বাজার রাস্তা পাকাকরণ, ভবানীগঞ্জ গ্রাম রাস্তা পাকাকরণ, জয়পুর আন্দুরপার রাস্তা পাকাকরণ কাজের শুভ ভিত্তি প্রস্তর করেন। জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুর রহিমের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান, সাতবাঁক ইউপির চেয়ারম্যান সংবর্ধিত মোস্তাক আহমদ পলাশ, জেলা জাপার সহ-সভাপতি বাহার খন্দকার, জেলা জাপা নেতা মনসুর আহমদ লস্কর, উপজেলা জাপার সভাপতি আলা উদ্দিন মামুন, চরিপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ শরীফ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, বিশিষ্ট মুরব্বি সমাজ সেবী হাজী আলা উদ্দিন ডিলার। বক্তব্য রাখেন ইউপি সদস্য জাপা নেতা জাহাঙ্গীর আলম কামরুল, ইউপি সদস্য সাব্বির আহমদ, রইছ উদ্দিন, স্কুলের সহকারি শিক্ষক সুলতান আহমদ, জাপা নেতা শামীম আহমদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি স্বাধীন আজাদ, স্কুল শিক্ষার্থী মুন্নি আক্তার প্রমুখ।