সারাবিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সংযোগ!

101

কাজিরবাজার ডেস্ক :
বিশ্বজুড়ে ৪৮ ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ থাকতে পারে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে মূল ডোমেইন নেম সিস্টেমকে সুরক্ষিত, স্থিতিশীল এবং স্বাভাবিক করতেই বিশ্বব্যাপী ইন্টারনেট ৪৮ ঘণ্টা বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে। রাশিয়া টুডে ও এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের প্রতিবেদনে ৪৮ ঘণ্টা কখন থেকে শুরু হবেÑ আর কখন শেষ হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। যদি এমন ঘটনা ঘটে তাহলে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এর আগে কখনও এ ধরনের সমস্যা তৈরি হয়নি।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, ইন্টারনেট বন্ধ থাকার বিষয়ে আমাকে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন। আমি বলেছি, এ ধরনের কোন খবর আমার জানা নেই। যদি বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ থাকে তাহলে এটা হবে সবচেয়ে বড় খবর। এই খবর শুধু রাশিয়া টুডে দেবে কেন। বিশ্বের বড় বড় মিডিয়া এ খবর দেবে। সারাবিশ্বে হৈচৈই পড়ে যাবে। এক মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ থাকলেই হৈচৈই পড়ে যায়। ৪৮ ঘণ্টা তো অনেক সময়। এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোন খবর আসেনি যে ইন্টারনেট বন্ধ থাকবে।