জেলা ইসলামী ফ্রন্টের জনসভায় এম এ মান্নান ॥ মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই

185

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান বলেন, বর্তমানে রাজনীতিতে প্রতিহিংসার কারণে শান্তিকামী জনতাকে সর্বদা আতংকগ্রস্ত থাকতে হয়। প্রতিহিংসার রাজনীতি দেশ ও জাতির মান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে মুক্তির চেতনা ভিত্তিক সুফী বাদী উদার ইসলামী মতাদর্শ। জনগণের এই অধিকারের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। প্রতিষ্ঠাকাল থেকে ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর। জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট দেশের মানুষের অধিকার আদায়ের জন্য গঠন করা হয়েছে। তাই আগামী নির্বাচনে সম্মিলিত জাতীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের চৌকষ ভূমিকা রাখতে হবে।
৬ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় সিটি পয়েন্টে সিলেট জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এইচ এম মিছবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম-মহাসচিব (মুখপাত্র) স.উ.ম আবদুস সামাদ। সিলেট জেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মদ নুরুল হক চিশতীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম বোর্ডের সদস্য যথাক্রমে আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, বীর মুক্তিযোদ্ধা গাজী মুহাম্মদ ওয়াহীদ সাবুরী, মাওলানা মুহাম্মদ হারুন উর রশিদ রেজভী, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আবদুল মোমেন, সিঃযুগ্ম-সাংগঠনিক সচিব পীরে তরিক্বত মাওলানা সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ মঈনুদ্দীন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ আলী মুহাম্মদ চৌধুরী।
নেতৃবৃন্দ দুপুর ২টায় হযরত শাহজালাল ইয়ামনী (রাঃ)-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরুর ঘোষণা দেন। পরে সমাবেশে যোগ দেন।
আরো বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, এ জে এম হেলাল উদ্দীন, মুহাম্মদ আবদুল হাকিম, মাওলানা ওমর ফারুক হোছাইন, যুবসেনার কেন্দ্রীয় নেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় নেতা এইচ এম শহিদুল¬াহ, জিএম শাহাদত হোছাইন মানিক, সৈয়দ মুহাম্মদ খোবাইব, হবিগঞ্জ জেলা ফ্রন্টের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, মৌলভীবাজার সভাপতি মাওলানা হারিছ আলকাদেরী, সিলেট জেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আবদুল মালেক আবেদী, অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দীন আলকাদেরী, উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, আলহাজ্ব দেলোয়ার হোছাইন জালালী, ছাত্রসেনা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাহ আলম, কাজী মুহাম্মদ হাবিবুর রহমান, কাউছার আহমদ, মঈনুল ইসলাম, মুহাম্মদ মাসুম উর রশিদ, মুহাম্মদ মামুন উর রশিদ, মুহাম্মদ নুর উদ্দীন, সৈয়দ মুহাম্মদ আলী, মুহাম্মদ রাসেল মোস্তাফা প্রমুখ। বিজ্ঞপ্তি