সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও সড়ক আধুনিকায়ন করতে হবে – গণদাবী পরিষদ

38

সিলেট-ঢাকা-চট্টগ্রাম সড়ক ৬ লেনে উন্নীত এবং উভয় রুটে ডুয়েল গেজ আধুনিক রেল লাইন নির্মাণের জোর দাবী জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ। ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় নগরীর পুরানলেনস্থ সমবায় ভবনে অবস্থিত কার্যালয়ে আলোচনা সভায় নেতৃবৃন্দ এই দাবী জানান।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দর রূপান্তরে দীর্ঘ সূত্রিতার কারণে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় সিলেট কেন্দ্রীয় কারাগারটি বাদাঘাটে স্থানান্তরে দীর্ঘ সূত্রিতার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগারের জায়গায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানী আধুনিক পার্ক নির্মাণের দাবী জানানো হয়। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, আইনকে অবজ্ঞা করে সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষক বিধু ভূষণ সেনের বিয়ানীবাজার থানার জলঢুপে অবস্থিত ভূ-সম্পত্তি স্থানীয় সন্ত্রাসী কর্তৃক জোর দখল করার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার, মাহবুবুর রহমান খালেদ, গণদাবী পরিষদ নেতা ব্যবসায়ী রফিক আহমদ, শিক্ষক বিধূ ভূষণ সেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হেলাল, শিক্ষক এম.এ আলী জালালাবাদী, কামরুল ইসলাম, ময়নুল ইসলাম, সেলিম আহমদ, বেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি