আমি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী – পীর মিসবাহ এমপি

49

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমার রাজনীতির পূর্ব শর্ত হচ্ছে উন্নয়ন, আমি সব সময়ই উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমি কখনো হানাহানির রাজনীতিতে বিশ্বাস করিনা। প্রত্যেকটি এলাকায় আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে অনেক উন্নয়ন করেছি। আর আমি চাই সংসদ সদস্য থাকাকালীন যেসব এলাকার কিছু অসমাপ্ত কাজ আছে তা দ্রুত সমাপ্ত করার জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা সবাই মিলেমিশে আমাকে সহায়তা করলে ইনশাআল্লাহ আমি গ্রামগুলোকে উন্নয়নমুখী মডেল গ্রাম হিসেবে তৈরী করতে পারব। আর যারা উন্নয়নমূলক কাজে বাধা হয়ে দাঁড়াতে চায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে আপনারা প্রতিরোধ করুন।
শনিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার দুলভারচর পরগণার বাজারে শ্যামারকান্দি ফতেপুর, নয়াগাঁও, শান্তিপুর,রাজনগর, নয়াবারুংখা, কচুখালি, গোপালগঞ্জ গ্রামে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এসব কথা বলেন। ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সত্যব্রত দাশ, বাদাঘাট দ. ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ,সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ইন্সট্রাক্টর আব্দুল কদ্দুস, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টি নেতা হাবিলদার মোর্শেদ মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সজ্জাদুর রহমান সাজু,গৌরারং ইউপি জাতীয় পাটি সভাপতি শওকত আলী,হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন নুর, জাতীয় পার্টি নেতা হিফজুর মিয়া কুরবাননগর ইউপি জাতীয় পার্টির আহবায়ক আলীনূর জাতীয় স্বেচ্ছাসেবক পাটির যুগ্ম আহবায়ক ছাব্বির আহমদ ও এরশাদ মিয়া, ইউপি সদস্য মনছুর নুর চৌধুরী প্রমুখ।