গোলটেবিল আলোচনায় বক্তারা ॥ হাওরবাসীকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়

32

হাওরের লোকজন দিতে জানে। তারা নিতে জানেনা। তারা সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সেই হাওরেই পড়ে থাকে। এখনো তাদের জীবন মান উন্নয়ন হয়নি। তারা যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। তাদের উন্নয়ন না হওয়ায় দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছেনা। হাওরবাসীর উন্নয়ন হলেই দেশের অর্ধেক দারিদ্র্যতা কমে যাবে। তাই এখনই হাওরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের উন্নয়নে নিতে হবে সমন্বিত উদ্যোগ। এখন সময় এসেছে হাওরের উন্নয়ন করার। বুধবার রাতে নগরীর উপশহর একটি অভিযাত হোটেলে পরিবেশ, হাওর ও সামাজিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে “হাওরের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাস্টমস-এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. শফিকুল ইসলাম। পরিবেশ, হাওর ও সামাজিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম। আলোচনায় অংশ নেন শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৃষিবিদ ডা. আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণ জনকল্যান সংসদের নির্বাহী পরিচালক মো. জামিল চৌধুরী, কৃষিবিদ ডা. আফ্রাদুল ইসলাম, ড. মো. আকরাম হোসেন, সাঈদ মিল্কী, ইয়েমিন চৌধুরী, নিশি মোহন নাথ, রহিমা বেগম, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের ইকবাল সিদ্দিকী, যুগান্তরের ব্ররো ইনচার্জ সংগ্রাম সিংহ, বাংলাদেশ হিউম্যান রাইট্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, তৌফিকুল আলম বাবলু, সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার সভাপতি সুব্রত বসু, ফজলুর রহমান জসিম, শাহাদাত শিশির, আব্দুর রশিদ খান রাসেদ, জাকির সুমন, বেলাল মুহিত, সামস মো. আবু সুফিয়ান, মহিউদ্দিন উজ্জ্বল প্রমুখ। বিজ্ঞপ্তি