দিরাই-শাল্লা আসনের প্রার্থী হিসেবে সুনামগঞ্জে সাংবাদিক দীপক চৌধুরীর মতবিনিময়

44

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ডেপুটি এডিটর ভাষ্যকার কলামিস্ট সাংবাদিক দীপক চৌধুরী। মঙ্গলবার বিকেলে শহরের কাজির পয়েন্টের একটি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত ঐ মতবিনিময় সভায় স্থানীয় আঞ্চলিক ও জাতীয় অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবর্গরা উপস্থিত ছিলেন। সাংবাদিক দীপক চৌধুরী বলেন, মৃত্যুর পর জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত এমপির লাশ নিয়ে যখন আমি দিরাই এসে পৌছি তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন, নেতার পর আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি কিনা? সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমি উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের পার্লামেন্টারী বোর্ডের কাছে মনোনয়ন চাই। কিন্তু ড. জয়া সেন গুপ্তাকে মনোনয়ন দেয়ায় বাধ্য হয়ে আমরা তার পক্ষে কাজ করি। উপ-নির্বাচনের পর নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী সুরঞ্জিত সেন গুপ্তের অসমাপ্ত কাজ এখনও সমাপ্ত করা হয়নি। কাক্সিক্ষত উন্নয়নতো দূরের কথা মানুষ তার নির্বাচিত প্রতিনিধিকেই খুঁজে পাচ্ছে না। আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছি। দেখেছি এখনও অনেক গ্রামে বিদ্যুৎ পৌছেনি। তুলনামূলকভাবে সবচেয়ে বেশী অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছে আমার দিরাই-শাল্লা। তাই সাধারন ঘরের একজন ছেলে হিসেবে সাধারন মানুষের সমস্যাকে সম্ভাবনায় উন্নীত করতে আমি প্রার্থী হতে চাই। শুধু নির্বাচিত এলাকাবাসীই নয় আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দেশের মফস্বল এলাকার অবহেলিত সাংবাদিক সমাজের জীবন মান উন্নয়নেও আমার সর্বাত্বক প্রচেষ্টা নেবো। সেবা করার সুযোগ পেলে দিরাই শাল্লার মানুষের জন্য ১১ দফা দাবী বাস্তবায়নের মধ্যে দিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও জানান দীপক চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,মনোনয়ন লাভের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। তারপরও কোন কারণে না পেলে আমি যে নৌকা পাবে তার পক্ষেই কাজ করবো।