গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা

11

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই অনুমতি না থাকায় ফ্যাক্টরীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরিটি সীল গালা করা হয়। অভিযানে গোয়াইনঘাটের স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী ও থানার এসআই মাসুম আলমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, অভিযান পরিচালনা করে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই অনুমতিবিহীন বিভিন্ন কালারের রং ও বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট পাওয়া যায়। এবং বাজারজাত করার জন্য অন্যান্য প্যাকেট অস্বাস্থ্যকর আইসক্রিম পাওয়া যায়, যেগুলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সেই সাথে আইসক্রিম ফ্যাক্টরিটির বিএসটিআই অনুমতি না থাকায় ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরিটি সীল গালা করা হয়।
পাশাপাশি এই অভিযানের মাধ্যমে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।