গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ – ফয়সল আহমদ চৌধুরী

17

গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন বলে উল্লেখ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এখন জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
রবিবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের ক্ষমতায় বসানোর মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে বলেও মন্তব্য করেন তিনি।
বিকেলে ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত এলাকার যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বি আব্বাস আলী। নিশ্চিন্ত যুব সমাজের সভাপতি আব্দুস সামাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাচ্চু।
এদিকে, উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ার নিজ ঢাকা দক্ষিণ জামেয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি ইছগর আলী মাষ্টার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইদুল হাসান বাচ্চুর পরিচলনায় উপস্থিত ছিলেন- মো. মরম আলী, মো. কবির আহমদ, মানিক আহমদ, আব্বাস আহমদ, মাওলানা মতিউর রহমান, সেলিম আহমদ, খুষকি, আবু জাফর, আজাদ আহমদ, জাহাঙ্গির আলম, আজাদ আহমদ, জামাল আহমদ, মারুফ খান, শফাত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি