বাহুবলে প্রবাসী হত্যায় একজনের যাবজ্জীবন, খালাস ৩৫

25

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বাহুবলে প্রবাসীকে হত্যার অভিযোগে মর্তুজ আলী নামে এক ঘাতককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর ৩৫ জন আসামীকে খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত।
রবিবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামী মর্তুজ আলী বাহুবল উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সুবির রায় জানান, ২০১২ সালে ৯ জানুয়ারি বিকাল ৪টার সময় বাহুবল উপজেলার রসলপুর গ্রামের সৌদিপ্রবাসী নুরুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে আসামী মর্তুজ আলীসহ ১০/১৫ লোক সিএনজিতে তুলে নিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাতেই নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে মর্তুজ আলীসহ ৩৬ জনকে আসামী করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালরী কর্মকর্তা সাক্ষী প্রমাণ শেষে ২০১২ সালে ১০ ডিসেম্বর আদালতে প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে রবিবার বিকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ দণ্ডাদেশ দেন।
রায়ের সময় আসামী মর্তুজ আলী আদালতে উপস্থিত ছিলেন।