জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট

44

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট থাকায় হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট চলছে। এতে অনেক সময় গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারী সহ মোট ৪২ জন লোকবল প্রয়োজন। এর মধ্যে আছে মাত্র ১১ জন। এরপরও আমরা সমন্বয় করে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি। আগে ছিল ১২ হাজার গ্রাহক। বর্তমানে আছে ১৬ হাজার গ্রাহক। তবে গ্রাহক সংখ্যা বাড়লেও লোকবল সংকট থাকায় রীতিমতো আমাদেরকে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে।