প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভাকিয়া

39

কাজিরবাজার ডেস্ক :
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়ে বাজিমাত করলেন স্লোভাকিয়ার আইনজীবী ও দুর্নীতিবিরোধী প্রচারক জুজানা কাপুতোভা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সরকারি দলের প্রার্থী শীর্ষস্থানীয় কূটনীতিক ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিচকে পরাজিত করেন তিনি।
শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পান জুজানা। আর মারোস পান ৪২ শতাংশ ভোট। রবিবার তার বিজয় ঘাষণা করা হয়।
৪৫ বছর বয়সী কাপুতোভা দুই সন্তানের জননী। তিনি লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির সদস্য। কিন্তু পার্লামেন্টে এর আগে তার কোন পদ ছিল না।
দুর্নীতিবিরোধী জুজানার কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তবে আইনজীবী হিসেবেই তিনি পরিচিত। বিগত কয়েকবছর ধরে দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে আলোচনায় উঠে আসেন তিনি।