নিজেকে আদর্শ নগরিক হিসেবে গড়ে তুলতে হবে ——– মাহমুদ উস সামাদ এমপি

40

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছে। শিক্ষার্থীদের লেখাপাড়ার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য বছরের প্রথম দিন বই প্রদান সহ শ্রেণী কক্ষের সমস্যা দূর করতে নতুন নতুন ভবন নির্মাণ করে দিচ্ছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়ায় মনোযোগী হতে পারছে। শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি বেশি বেশি মনোনিবেশ করে নিজেকে আদর্শবান দেশপ্রেমিক নগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের অভাব নেই। যেখানে যা প্রয়োজন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তা বাস্তবায়ন করে যাচ্ছেন। সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজে এক কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবনে ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসার নির্মাণ কাজ উদ্বোধন ও চারতলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবনের ২য় তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কাসমিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন আহমদ, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন ইরান, কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট শামীম আহমদ, শিক্ষক কয়েছ আহমদ, ঠিকাদার মুশফিক জায়গীরদার, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, যুবলীগ নেতা ইকবাল হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি দুলাল আহমদ, ছাত্রলীগ নেতা লায়েছ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি