তারান্নুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে হিজরী নববর্ষ পালন

28

তারান্নুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে হিজরী নববর্ষের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী বলেন, হিজরী সাল মুসলিম সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হিজরি বছর মুসলিম মিল্লাতের এক গুরুত্বপূর্ণ বিষয়। বুধবার উপশহরস্থ আদর্শ মিলনায়তনে তারান্নুম শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য আহমদ আল মাসুদের পরিচালনায় ও তারান্নুম শিল্পী গোষ্ঠীর সভাপতি আহমদ হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ড. এ.এইচ.এম সোলায়মান বলেন, ইসলামী সংস্কৃতিকে আরো বিস্তৃতির ক্ষেত্রে হিজরি সালের গুরুত্ব অপরিসীম।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব বলেন, অন্যান্য নববর্ষের মতো হিজরি নববর্ষকে গুরুত্বের সাথে পালন করতে হবে।
১ মহররম মুসলিম মিল্লাতের বছরের ১ম দিন। আশুরা অনুষ্ঠিত হওয়ার এই মাসটির গুরুত্ব কুরআন হাদিসের আলোকে ব্যাপকভাবে জানতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মাহফুজুর রহমান মারজান, উবায়েদুল্লাহ জাহিদ, কামরুল ইসলাম, তেলাওয়াত করে আব্দুল্লাহ নাফি, ইসলামী সংগীত পরিবেশ করে মুজাহিদুল ইসলাম নাবিল। বিজ্ঞপ্তি