মিছিল- সমাবেশে বক্তারা ॥ সরকারি কলেজসমূহকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পরিকল্পনা অযৌক্তিক

25

বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর (প্রায় ২৮ লক্ষ) উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, অপর্যাপ্ত ক্লাস, লাইব্রেরী সেমিনারে অপর্যাপ্ত বইসহ নানা সংকটে জর্জরিত ঠিক তখনই সংকট নিরসনের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত সরকারি কলেজসমূহকে পাবলিক বিশাববিদ্যালয়ের অধীনে পরিচালনার আরেক অযৌক্তিক পরিকল্পনা করছে সরকার। এর প্রতিবাদে ৩০ জুলাই মিছিল সমাবেশে করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে সমাবেশে মিলিত হয়। নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এম.সি কলেজ কমিটির সদস্য সুমিত কান্ত দাস, মদন মোহন কলেজ শাখার সংগঠক পলাশ কান্ত দাস,মহিলা কলেজ শাখার সংগঠক তানজিনা বেগম প্রমুখ।
৯ জুলাই তারিখে প্রধানমন্ত্রী পুনর্বার দেশের সকল সরকারি কলেজকে স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত করার ঘোষণা দেন। ফলে সংকট নিরসন না হয়ে আরো ঘণীভূত হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি জানানো হয়েছে, জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করে জেলার কলেজগুলোকে তার অধিভূক্ত করতে হবে। শিক্ষার নীতিগত প্রশ্নে বিচার বিশ্লেষণ ছাড়া শুধুমাত্র প্রধানমন্ত্রীর বা শিক্ষামন্ত্রীর নির্দেশনার বশবর্তী না হয়ে উপরোক্ত দাবি বাস্তবায়ন করতে হবে এবং আশু সমাধান হিসেবে এম.সি কলেজসহ দেশের ঐতিহ্যবাহী কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করে জেলার কলেজগুলোকে তার অধিভূক্ত করতে হবে।
বক্তারা এই দাবিতে আন্দোলন গড়ে তোলার সফলের আহবান জানান। বিজ্ঞপ্তি