জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে প্রসব সেবা জোরদার নিয়ে কর্মশালা

35

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর বুধবার এমসি এইচ সার্ভিসেস ইউনিট পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা একরামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার-পরিকল্পনা মন্ত্রনায়লয়ের যুগ্ম-সচিব কুতুব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, উপ-পরিচালক মোজাম্মেল হক, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার এবং জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন। বক্তব্য রাখেন পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক প্রমুখ।
এ সময় জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি নির্মল চন্দ্র দাস, উপজেলার আশারকান্দি ইউনিয়ন সহকারি কর্মকর্তা বকুল কান্ত দাস, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলার খবর সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।