চাঁদ

65

জুয়েল আহমদ

যদি আকাশেতে থাকিতো না চাঁদ
তবে কেমন দেখাতো বলো রাত?
মূল্যহীন হয়ে থাকতো তখন প্রভাত
সূর্যের দীপ্তিময় অগ্নিস্নান।

তখন কবিদের চিন্তা ধারা কেমন হতো?
থাকতো তখন তারা কিসে ভ্রত?
লেখতো না তারা আর কবিতার ছন্দ
চাঁদকে নিয়ে আছে কবিতা যত শত।

তখন জোয়ার-বাটার কি হতো?
কক্সবাজারের মতো শত প্রান্ত
দর্শকের আগমন কমেই যেতো
উপভোগের থাকতো না কোনো মন্ত্র।

তাই চাঁদ অনেক দামী সবার কাছে
যতদিন আছে চাঁদটা বেঁচে
লেখে যাক কবি কবিতা থাকে নিয়ে
এটাই প্রত্যয় আমার কাছে।