একুশকাহন

42

সৌমেন দেবনাথ

একুশ অনুপ্রেরণার দিন
একুশ প্রতিরোধের ভাষা,
প্রভুত্ব থেকে মুক্তির দিন
বর্ণমালা নিয়ে হাসা।

একুশ চেতনার প্রথম উন্মেষ
জাতিসত্তা বিকাশের সোপান,
একুশ প্রতিরোধের অন্য নাম
শৃঙ্খলামুক্ত সাথে স্বসম্মান।

একুশ মুখে মুখে স্লোগান
বুলেটকে না ভয় পায়,
রাজপথ রক্তে রক্তধারা
এমন নজির আর নাই।

একুশ চেতনার দৃপ্ত শপথ
ভালোবাসা অঢেল,
অহংকারের শহীদ মিনার
ফুলে ফুলে ফুলেল।