যেসব কেন্দ্রে ভোট দেবেন মেয়র প্রার্থীরা

20

স্টাফ রিপোর্টার :
মেয়র প্রার্থীরা সবাই সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। এসময় সকল মেয়র প্রার্থীর সাথেই তাদের পরিবারের সদস্যরা ভোট প্রদান করবেন বলে সংশ্লিষ্ট প্রার্থীদের মিডিয়া সেল সূত্রে জানা যায়।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) আজ সোমবার সকাল সাড়ে ৮টার সময় নগীরর ১৪নং ওয়ার্ডের কালীঘাটস্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) সকাল ৮টায় ভোট দেবেন নগরীর ১৮ নং রায়নগরস্থ রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি) সকাল সাড়ে ৮টায় নগরীর ১নং ওয়ার্ডের চৌহাট্টাস্থ সিলেট সিটির সবচেয়ে বড় কেন্দ্র আলিয়া মাদ্রাসায় ভোট দেবেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা) সকাল ৮টায় ভোট দেবেন ২০নং ওয়ার্ডের শিবগঞ্জ সেনপাড়াস্থ নবীন চন্দ্র সরকারি প্রাথমিক কেন্দ্রে। সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর (মই) সকাল সাড়ে ৮টায় নগরীর ২২নং ওয়ার্ডের উপশরস্থ শাহজালাল উপশহর একাডেমী কেন্দ্রে ভোট দেবেন এবং সচেতন নাগরিক সমাজের মনোনীত প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ) সকাল ৮টায় নগরীর ২নং ওয়ার্ডের দাড়ীয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সংশ্লিষ্ট প্রার্থীদের মিডিয়া সেলের দায়িত্বশীলদের সাথে এ বিষয়ে কথা হলে তারা এ তথ্য জানান।