সম্মিলিত ক্রীড়া পরিবারের মতবিনিময় সভায় কামরান ॥ মেয়র কাপ বন্ধ করে ক্রীড়াঙ্গনের বড় ক্ষতি করা হয়েছে

26

সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নিয়মিত খেলাধুলা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি অনুধাবন করে অতীতে মেয়র থাকাকালে আমি মেয়র কাপ চালুসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেছি। তিনি বলেন, গত নির্বাচনে আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হয়ে মেয়র কাপ বন্ধ করে দেন। এ কারণে ক্রীড়াঙ্গনের বড় ক্ষতি হয়েছে। কামরান বলেন, সকলের সহযোগিতায় আবার নির্বাচিত হলে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করব। গতকাল মঙ্গলবার সম্মিলিত ক্রীড়া পরিবার সিলেট বিভাগের উদ্যোগে নৌকার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান একথা বলেন। নগরের একটি হোটেলের সভাকক্ষে আয়োজিত সভায় সিলেট বিভাগের ক্রীড়া পরিবারের সদস্যরা মেয়র পদে বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানান। তারা ৩০ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ক্রীড়া পরিবারের সদস্যদের প্রতি আহবান জানান।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালনায় সভায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, নাজনীন হোসেন, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, হাজী হেলাল উদ্দিন আহমদ, আব্দুল মালিক রাজা, সমর চৌধুরী, মাহমুদ হোসেন শাহিন, হাজী এম এ মতিন, গিয়াস উদ্দিন হেলাল, ফয়জুল ইসলাম, মনোজ রায়, সাজেদ আহমদ চৌধুরী, মঈন উদ্দিন তালুকদার, হুমায়ুন কবির চৌধুরী, পুলক কবির চৌধুরী, ইমরান আহমদ, ফরহাদ কোরেশী, জয়দীপ দাস, কামরান আহমদ, শামসুল ইমলাম মিলন, রাহাত তরফদার, জাহিদ এনাম সাব্বির, মিলন খান, মতিউর রহমান, আক্কাস উদ্দিন আক্কাই, এহতেশামুল হাসান লায়েছ, রাসেল আহমদ, এইচএমএ মালিক ইমন, ফজলুল করিম ফুল মিয়া, ইকলাল আহমদ, মো. ওলিউর রহমান, মহি উদ্দিন রাসেল, কামরুল হাসান, আজাদুর রহমান, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, তপন পাল, এটিমএম ইকরাম, ইসমত আলী, ইমরাজ আহমদ, আবদাল, এহিয়া আহমদ সুমন, রঞ্জন রায়, মুফতি তাহের, হাজী জামাল উদ্দিন আহমদ, শ্যামলী দাস, আব্দুল কাদির, সুহিন আহমদ চৌধুরী, মিজানুর রহমান, মাসুম আহমদ প্রমুখ। সভায় সিলেট বিভাগের চার জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি