নৌকার সমর্থনে সিলেট বিভাগের ১৩ উপজেলা চেয়ারম্যানের গণসংযোগ

89

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে নগরীর বন্দর বাজার এলাকাসহ ৬নং ওয়ার্ডে দিনব্যাপী নৌকা প্রতীকের পক্ষে প্রচার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সিলেট বিভাগের ১৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে সিলেট জেলা পরিষদের হলরুমে সিলেট বিভাগের উপজেলা চেয়ারম্যানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নগরীর বন্দর বাজার এলাকার বিভিন্ন এলাকাসহ ৬নং ওয়ার্ডে দিন ব্যাপী গণসংযোগ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিছ আলী বীরপ্রতিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আবুল কালাম, রাজনগর মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান মো. আছকির খাঁন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, বাহুবল হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, আওয়ামী লীগ নেতা হাজী হেলাল আহমদ, খাদিমনগর ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি জালাল উদ্দীন, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মুক্তার হোসেন, সদর উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. আনছার আলী মেম্বার, আতিউর রহমান শামীম, সদর উপজেলা যুবলীগ নেতা মুবারক হোসেন, দেলোয়ার হুসাইন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খাদিমনগর ইউ/পি শাখার মুক্তার খাঁ, ছাত্রলীগ নেতা ইয়াছিন আহমদ প্রমুখ।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান গণ বলেন, জননেত্রী শেখ হাসিনা বদর উদ্দিন আহমদ কামরানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। তাই সিলেটবাসী আজ নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। সিলেটে নৌকার জোয়ার উঠেছে। সিলেট নগরীর যেখানেই যাচ্ছি সেখানেই নৌকা প্রতীকের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকের বিজয় শুনিশ্চিত করুন। প্রতিটি মানুষের মুখে মুখে শুধু নৌকার শ্লোগান, মানুষ এখন পরিবর্তনের ডাক দিয়েছে। নৌকা প্রতীকের বিজয় হলে সিলেটবাসীর সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে। বিজ্ঞপ্তি