দোয়ারায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহত ৫

30

ছাতক থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দু’সহোদরসহ ৫জন ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত আপ্তাব মিয়া (৪০), আরজ মিয়া (৩৫), নুরুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজানুল হক, ফারুক মিয়া ও তানবীর আহমদকে ছাতক উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে আপ্তাব মিয়া ও আরজ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার সূত্রে জানিয়েছে। এ ঘটনায় ছাতক উপজেলার ফকিরটিলা গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র ফারুক মিয়া বাদি হয়ে স্বপন মিয়া, আতিক মিয়া ও সিরাজ মিয়াসহ ১৮জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দোয়ারাবাজার থানায় একটি এজাহার দায়ের করেছেন।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার শারফিননগর গ্রামে মামলার বাদি ফারুক মিয়ার চাচা সৌদি আরব প্রবাসী রফিক মিয়া ও শফিক মিয়ার নাছিমপুর মৌজাস্থিত জেএলনং-৪৯, খতিয়ান নং ১৬৯, ৭০৭ নং-দাগের স্বত্ব দখলীয় ভূমি। চাচারা প্রবাসে থাকায় এসব ভূমি দেখাশুনা করে আসছেন ভাতিজা ফারুক মিয়া। সম্প্রতি এসব সম্পত্তি দখলের জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে আসছিলেন ভূমির পার্শ্বে বসবাসকারি একটি চক্র। সর্বশেষ ১৫ জুলাই সকালে ওই চক্রটি জোরপূর্বক প্রবাসীর জায়গা দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন মামলার বাদি ফারুক মিয়াসহ আপ্তাব মিয়া, আরজ মিয়া, মিজানুল হক, নুরুল হক, তানবীর আহমদ। গুরুতর আহত আপ্তাব মিয়া, আরজ মিয়া, নুরুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মিজানুল হক, ফারুক মিয়া ও তানবীর আহমদেরকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।