জামালগঞ্জে নৌ-দুর্ঘটনায় বালু শ্রমিক নিহত, আহত ৩

40

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলায় নৌ-দুর্ঘটনায় সুনামগঞ্জের এক বালু শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৩ জন। ১৫ জুলাই রবিবার সকাল ১১ টায় কোম্পানীগঞ্জের আমবাড়ি সংলগ্ন সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকবাহী নৌকাটি বালু-পাথর কোয়ারী যাওয়ার পথে আমবাড়ি সংলগ্ন সুরমা নদীতে বিপরীত দিক ও পেছন থেকে আসা পৃথক দুটি নৌকার চাপায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম উদ্দিনের ছেলে বালু শ্রমিক ছাইফুল (২৮) নিহত হয়। আহত হয়েছে একই ইউনিয়নের সুজাতপুর গ্রামের ছয়ফুল (৩০), শুকদেবপুর গ্রামের সহিবুর ও শরিফপুর গ্রামের এক শ্রমিক। আহতদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার এস.আই দেবাশীষ গুপ্ত সূত্রধর জানান, কোম্পানীগঞ্জের আমবাড়ি এলাকায় নৌ-দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে নিয়ে ছাতকে আসার পর আমরা গ্রহণ করি। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে জিডি মূলে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।