যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল ক্বদর পালিত

28

স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারাদেশের মতো গত মঙ্গলবার সিলেটেও পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হয়েছে। ধর্ম প্রাণ মুসলমানরা পবিত্র এ রাতটি ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করেন। ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। পবিত্র লাইলাতুল ক্বদর উপলক্ষে দরগাহ হযরত শাহজালালা (রহ.) ও হযরত শাহপরান (রহ.)’র মসজিদসহ নগরীর পাড়া-মহল্লার প্রতিটি মসজিদে কোরআন, খতম, জিগীর আজগার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ রাতেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয় এবং রাতকে কেন্দ্র করেই কোরআন শরীফে আল-ক্বদর নামে একটি সুরা অবতীর্ণ হয়। এ জন্য রাতটি মুসলমানদের কাছে অতিব গুরত্ব ও মর্যাদাপূর্ণ এ রাতটি অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতে সকলেই আল্লাহ’র দরবারে অতীতের ভুল-ক্রটির জন্য কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত কামনা করেন।