পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ জুন থেকে নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক

24

কাজিরবাজার ডেস্ক :
পবিত্র ঈদ-উল-ফিতর ২০১৮ উপলক্ষে জুন মাসের ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতিত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স-এর এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এছাড়া, রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ থেকেও উল্লেখিত সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবে না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ অনাযায়ী যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারবে।