কুরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন —- মুফতি আবুল কালাম জাকারিয়া

45

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম, দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের প্রধান উপদেষ্টা মুফতি আবুল কালাম জাকারিয়া বলেন- রামাজান কুরআন নাজিলের মাস। এ মাসে বেশি করে কুরআনের চর্চা করতে হবে। মনে রাখতে হবে, কুরআনের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে, মহান আল্লাহ তাদেরকে সমাজে সম্মানিত করেছেন।
দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের প্রধান কেন্দ্র নগরীর শাহজালাল উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় চলমান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের বিশেষ প্রশিক্ষণ প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বোর্ডের মহাপরিচালক কারী মাওলানা হুমায়ূন কবীর বাবরের সভাপতিত্বে এবং প্রধান কেন্দ্রের পরিচালক হাফেজ মাওলানা মনজুরে মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কারী মাওলানা জাকারিয়া আল হাসান, কারী মাওলানা ইজাদুর রহমান, কারী মাওলানা জাকারিয়া আজাদ, কারী মাওলানা লুৎফুর রহমান, কারী মাওলানা নাজিফুল হক, কারী মাওলানা জুবায়ের আহমদ, কারী মাওলানা ইয়াসির আহমদ, কারী মাওলানা ইয়াসিন আহমদ, কারী মাওলানা কায়সান মাহমুদ আকবরী, কারী মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ। বিজ্ঞপ্তি