ছাতকে ভাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

53

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে অবরোধ কর্মসূচী পালন করেছে স্থানীয় লোকজন। বুধবার সকাল থেকে কোর্টরোড এলাকায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধকারীরা জানান, সড়ক সংস্কারের বিষয়টি নিদিষ্ট না হলে অনির্দিষ্ট কালের জন্য অবোরোধ চলবে। জানা যায়, শহরের কোর্টরোড এলাকা দীর্ঘদিন ধরে ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে আছে। উপজেলা পরিষদ, ছাতক অনার্স ডিগ্রি কলেজ, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাব-রেজিষ্ট্রারের কার্যালয়, রেলওয়ে ষ্টেশনে আসা-যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে লাফার্জ সিমেন্ট কারখানার শ’ শ’ সিমেন্ট বাহী ট্রাক, লরী এবং আকিজ ফুড এন্ড বেভারেজ কম্পানীর কার্গো ট্রাট চলাচল করে প্রতিদিন। অতিরিক্ত লোডের ট্রাক-লরী চলাচলের ফলে সড়কটি এমেই ভেঙ্গে বর্তমানে ব্যবহারের অনপযোগী হয়ে উঠেছে। সড়ক জোরেই সৃষ্টি হয়েছে বড়-বড় গর্ত। এক একটি গর্ত এখন ডোবায় পরিনত হয়েছে। সড়কের বেহাল দশার কারনে স্থানীয় লোকজন পায়ে হেটে যাতায়াত করতেও বিব্রতবোধ করছেন। খানা-খন্দের কারনে শহরের কোর্ট রোড এলাকায় রিক্সা চালকরা আসতে চায় না। ফলে কোর্ট রোড এলাকায় বসবাসকারী লোকজন অনাকাংখিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের এ অংশে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বৃষ্টির পানি জমে সড়কের গর্তগুলো ছোট-ছোট ডোবায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের প্রধান ফটক ও সাব-রেজিষ্টার অফিসের সামনে সড়কের এ অংশটুকু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিষয়টি যেন দেখার কেউ নেই। পৌরসভার ভুক্তভোগী ৬নং ওয়ার্ডবাসী বুধবার সকালে সাব রেজিষ্ট্রারের কার্যালয় সংলগ্ন এলাকায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে। এসময় সড়কের ভাঙ্গা অংশে স্থানীয় লোকজন মাছ ধরার জাল ফেলে প্রতিকী প্রতিবাদ জানাতে দেখা গেছে। ৬নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন সড়ক অবরোধ চালিয়ে যাবে বলে অবরোধকারীরা তাকে জানিয়েছে। সকালে সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে শ’ শ’ ট্রাক, কার্গো, লরী, আটকা পড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এ রিপোর্ট লিখা পর্যন্ত অবরোধ চলছিল।