সাংবাদিকদের সাথে গ্রাসরুটের মতবিনিময় ॥ বাংলাদেশের রোগীদের জন্য কিউরি হসপিটালের বিশেষ প্যাকেজ ঘোষণা

40

স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ভারতের মুম্মবাই কিউরি হসপিটাল বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। সিলেটের নূরজাহান হসপিটাল এবং কিউরি হসপিটালে বাংলাদেশি রোগী ২৫ ভাগ কমিশন সুবিধা পাবেন। এ সুবিধা পেতে রোগীদের রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে। গতকাল রোববার সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুট) এর সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা।
মতবিনিময় সভায় অনিতা দাস গুপ্তা জানান, মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস হিসেবে বিশ্বের সবগুলো দেশে পালন করা হয়ে থাকে। মা’দের শ্রদ্ধা জানানোর জন্য নারী উদ্যোক্তা সোসাইটি ভারতের মুম্মবাই কিউরি হসপিটালের সাথে এবার যৌথভাবে দিবসটি উদযাপন করছে। ইতিমধ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব প্রাঙ্গনে চলছে। মেলা স্টল থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করা যাবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রাসরুটসের সিলেট বিভাগীয় সভাপতি বিলকিস নূর, গ্রাসরুটস ভারতের কো-অর্ডিনেটর জেসপ্রিট কুর, কিউরি হসপিটালের ম্যানেজার ক্যাপ্টেন শর্মা প্রমুখ।