সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ওছঅঈ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

28

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র- ওছঅঈ এর উদ্যোগে ২৬, ২৭ ও ২৮ এপ্রিল তিনদিন ব্যাপী “ঞৎধরহরহম ড়হ ঈঁৎৎরপঁষঁস পড়হপবঢ়ঃ, গড়ফবষং ধহফ উবাবষড়ঢ়সবহঃ ঝঃৎধঃবমু ” শীর্ষক কর্মশালা অনুিষ্ঠত হয়। ওছঅঈ (ওহংঃরঃঁঃরড়হধষ ছঁধষরঃু অংংঁৎধহপব ঈবষষ), ঝওট এর পরিচালক এক্রামুল ফারুক এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন/ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম মোজাহার আলী, পরিচালক এঞও, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, ডিন, মানবিক অনুষদ, এসআইইউ, অধ্যাপক ঋষিকেশ ঘোষ, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এসআইইউ, রেজিস্ট্রার ৗ—নসরত আফজা চৌধুরী, তারেক উদ্দিন তাজ, পরিচালক, প্রশাসন, মিডিয়া ও জনসংযোগ, সুশান্ত আচার্য্য, পরিচালক (অর্থ), প্রধান মাহবুব ইবনে সিরাজ, প্রক্টর, এসআইইউ, সৈয়দ হাসান মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক,এসআইইউ। কর্মশালায় সমন্বয়কারী ছিলেন ওছঅঈ (ওহংঃরঃঁঃরড়হধষ ছঁধষরঃু অংংঁৎধহপব ঈবষষ), ঝওট এর অতিরিক্ত পরিচালক মো: মশিউর রহমান এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবীর,সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসেইন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনদিন ব্যাপী আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি