বিশ্বায়নের যুগে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার কোন বিকল্প নেই — ড. মস্তাবুর রহমান

36

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী বিজ্ঞান উৎসব-২০১৮ এর উদ্বোধন বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি’র ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।
এ সময় তিনি বলেন, ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে শক্তিতে রূপান্তরিতকরণে প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ও সঠিক ব্যবহার। প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগাতে প্রয়োজন টেকনোলজি। এ লক্ষে এদেশের জনগণকে সম্পদে পরিণত করণে ব্যবহার করতে হবে তথ্য, বিজ্ঞান এবং প্রযুক্তির। গত দু’শ বছর পৃথিবীর মানুষের জীবনযাত্রার বৈপ্লবিক রূপান্তরে প্রধান ভূমিকা নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আজ যে কোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি রূপে গণ্য হয়ে থাকে। বাংলাদেশের মত ছোট্ট জনবহুল এবং উন্নয়নশীল দেশের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা এবং এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের কোন বিকল্প নেই। কিন্তু দূর্ভাগ্যক্রমে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে । অথচ এ দেশের সন্তানরা বিশ্বের উন্নত দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। বিশ্বায়নের এ যুগে উন্নয়নের স্রোত ধারায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নয়নের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিন্ডিকেট সদস্য মো. কবির খান, সহকারী প্রধান শিক্ষক সালমা নুরুন নাহার।
সহকারী শিক্ষক শিলা সাহার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিজ্ঞান উৎসব-২০১৮ এর আহ্বায়ক মো. আবু রায়হান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মীর্জা মোহাম্মদ শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তি