নানা কর্মসূচীর মধ্যদিয়ে মুজিবনগর দিবস পালিত ॥ ইতিহাস কখনও মুছে ফেলা যায় না

63

স্টাফ রিপোর্টার :
সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে সিলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা।
জেলা ও মহানগর আওয়ামীলীগ : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সহ সভাপতি আশফাক আহমদ, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওয়ার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নুুরুল ইসলাম পুতুল, মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলার দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামীলীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবির উদ্দিন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, এডভোকেট খোকন কুমার দত্ত, এ আর সেলিম, আব্দুছ ছোবহান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর কৃষক লীগের সাধার সম্পাদক আব্দুর রকিব বাবলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, হেলেনা বেগম, মাধুরী গুন, রওশন জেবীন, আবুল কালাম ফনিক, এমাদ উদ্দিন মানিক, অতুল দে, বেলাল খান, সুহেল আহমদ সাহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ সহ আওয়ামীলী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। এই সরকারের অধীনে ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা ও বিজয় অর্জন হয়। কিন্তু ৭৫ সালে জাতির জনককে স্বপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা চলে যায়। তারা বাঙালির গৌরবের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।
জেলা শ্রমিকলীগ : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে তালতলাস্থ টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী।
দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য দেন সর্বজনাব সি. সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জমশেদ বখত মনন, সহ-সভাপতি আজিজুর রহমান, জেলার উপদেষ্টা ও জেলা হকার্সলীগের সভাপতি আউয়াল হোসেন, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, সদর উপজেলার সভাপতি মকবুল হোসেন খান, বিএডিসি সিবিএ এর সভাপতি দিলিপ কুমার চন্দ্র, দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক আব্বাস আলী, জনতা ব্যাংক সিবিএ এর সাবেক সভাপতি আতিকুর রহমান, জনতা ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলার সহ-সম্পাদক ও নির্মাণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নূর-এ-আলম, জেলার সহ-সম্পাদক ও স্বর্ণশিল্পী শ্রমিকলীগের সভাপতি রফিক আহমদ, জেলার সহ-সম্পাদক ও স্বর্ণশিল্পী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শমরেন্দ্র সিং, টিএন্ডটি সিবিএ এর সভাপতি সুদর্শন ভট্টাচার্যী, সাধারণ সম্পাদক আজিজুল হক, কৃষি ব্যাংক সিবিএ এর সভাপতি আছকির মিয়া, রূপালী ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সোনালী ব্যাংক সিবিএ এর সভাপতি মোঃ হিরণ মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট গ্যাস ফিল্ড শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান, হোটেল রেস্তোরাঁ শ্রমিকলীগের নেতা নাসির আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ : ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের একাংশ। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পিপি এডভোকেট রইছ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন দিলীপ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল হাসান চৌধুরী, আওয়ামীলীগ নেতা বাবু মলয় বিকাশ চৌধুরী, আওয়ামীলীগ নেতা এডভোকেট দিলীপ কুমার দাস,দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক এডভোকেট চান মিয়া, আওয়ামীলীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম শেফু, আওয়ামীলীগ নেতা এডভোকেট নানু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা নবনী কান্ত দাস, সাবেক ছাত্রলীগ নেতা শাহ মোঃ আবু তারেক, আওয়ামীলীগ নেতা প্রদীপ পাল নিতাই, আওয়ামীলীগ নেতা বিজয় তালুকদার বিজু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম, আওয়ামীলীগ নেতা এডভোকেট ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা এডভোকেট শুকুর আলী, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জিতেন্দ্র তালুকদার পিন্টু, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি এডভোকেট মনীষ কান্তি দে মিন্টুসহ জেলার ত্যাগী আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বক্তারা ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের সকল প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, মন্ত্রী ও নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এই সরকার প্রতিষ্ঠা না হলে এদেশ আদৌ স্বাধীন হতো না। পরাধীন দেশের স্বাধীনতা স্বায়ত্বশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে জাতির জনকের নেতৃত্ব্ েএই সরকারের মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারা বিভিন্ন লড়াই সংগ্রামে নিহত মুজিবনগর সরকারের সকল শহীদানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটিকে অবিলম্বে বাতিল ঘোষনা করে প্রকৃত ত্যাগী বঞ্চিত উপেক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি কার্যকর শক্তিশালী আওয়ামীলীগের জেলা কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
জালালাবাদ থানা আওয়ামীলীগ : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জালালাবাদ থানা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সিলেট নগরীতে এক মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের আলোচনা সভায় যোগদান করেন।
জালালাবাদ থানা আওয়ামীলীগের আহবায়ক এম. উস্তার আলী ও যুগ্ম আহবায়ক মনোহর আলীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, সোহাদ, দিলওয়ার, মকবুল আলী, সাদ উদ্দিন, হানিফ আলী, নূরুল আমীন, জিল্লুর, ময়না মিয়া প্রমুখ।
জামালগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো: মামীম আল ইমরান।
সাচনা বাজার ইউপি সচিব প্রদীপ কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার, জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনাম কণ্ঠের ভ্রাম্যমান প্রতিনিধি সাইফুল্লাহ, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল আফিন্দীসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এজিও প্রতিনিধিগণ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।
সভায় বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন।
অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী বলেন, ‘১৭ এপ্রিল তথা মুজিবনগর দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার আ¤্রকাননে গঠিত অস্থায়ী সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। বাংলাদেশের মাটিতে গঠিত সেই সরকার সহজে ও দ্রুততার সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল।’
অধ্যাপক ড. এম. রবিউল হোসেন বলেন, ‘মুজিবনগর দিবসের মর্ম এবং ইতিহাস অধিকতর জানতে হবে। যখন নির্বাচন হয়েছিল, আমরা আনন্দে মেতেছিলাম। ৩ মার্চ গণপরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু ১ মার্চ তা বাতিল হয়ে যায়। ২৫ মার্চ দিবাগত রাতে গ্রেফতার হন বঙ্গবন্ধু। ১০ এপ্রিল প্রাদেশিক ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু করে মুজিবনগর সরকার।’