ওসমানীনগরকে আধুনিক মডেল উপজেলা হিসাবে তৈরী করাই আমার লক্ষ্য – ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান

54

ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের জীবন এসেছে গতি। সেই গতিকে কাজে লাগিয়ে নতুন করে সমাজ বিনির্মাণ করতে হবে। আমি দল মতের ঊর্ধ্বে উঠে ওসমানীনগরের উন্নয়নে কাজ করতে চাই। মান্না আইটি এতদ অঞ্চলে প্রযুক্তির বিপ্লব শুরু করেছে। তাদের অগ্রযাত্রা কে কাজে লাগিয়ে আমি এই উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। তিনি সকল স্তরের মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ উন্নত জাতি গঠনে তার জীবনের বাকী সময় কাঠানোরও অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি গতকাল ১১ নভেম্বর সকাল ১১টায় তাজপুর কদমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে মান্না আইটি ইন্সটিটিউটের জানুয়ারী-জুন ২০১৭ সেশনের বিভিন্ন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মান্না আইটি ইন্সটিটিউটের অধ্যক্ষ সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ইন্সটিটিউটের শিক্ষক ফেরদৌস আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজের পরিচালক আতাউর রহমান, কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, ক্রীড়া সংগঠক হাফিজ রায়হান আহমদ। শিক্ষার্থীদের মধ্যে থেকে নাকিব খালিছদার এবং সমসির মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্বারী ওলিউর রহমান। বিজ্ঞপ্তি