প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইউনাইটেড কিন্ডারগার্টেন কানাইঘাটের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত

58

কানাইঘাট থেকে সংবাদদাতা :
২০১৭ সনের প্রাথমিক ৫ম শ্রেণীর (পিএসসি) সমাপনী পরীক্ষায় ১০ ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ বৃত্তি পেয়ে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গাছবাড়ী ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল। গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব অর্জন করে ছিল। গত মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায় ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুলের শিক্ষার্থীরা অতীতের মতো অভাবনীয় সাফল্য ধরে রাখেন। ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় স্কুলের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। ২০১৭ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ছিল। উপজেলা পর্যায়ে অন্যান্য মেধাবৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। স্কুলের প্রধান শিক্ষক লোকমান আহমদ জানিয়েছেন, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় তিনি স্কুলের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের কৃতিত্ব দিয়ে বলেন আমরা সকল শিক্ষক নিষ্ঠার সাথে ছাত্রদের পাঠদান করে থাকি। স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা আমাদের সহযোগিতা করে থাকেন। শিক্ষার্থীরা যাতে আগামী দিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠেন এজন্য আধুনিক শিক্ষার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। আগামী দিনে পিএসসি, জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য ধরে রাখতে পাঠদানে আরো ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।