গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে ——— আলী আহমদ

22

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন- আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে জাতি বাকশালীদের হাত থেকে মুক্তির প্রহর গুণছে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রাখা হয়েছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের নেত্রীকে জেলে রেখেই একতরফা নির্বাচনের স্বপ্নে বিভোর হয়ে আছে। তাদের সেই স্বপ্ন খুব অল্প দিনের ব্যবধানে ধূলিসাৎ হয়ে যাবে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর স্বার্থে ১০ এপ্রিল সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন গুম নামক কারাগারে আটক জননেতা এম. ইলিয়াস আলীর স্মৃতিধন্য বালাগঞ্জ উপজেলাবাসীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি সোমবার বালাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আব্দুস সামাদ, শহীদুল ইসলাম প্রমুখ।
আসন্ন ১০ এপ্রিল সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সভাপতি নজরুল ইসলাম জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চেয়ারম্যান, খলীলুর রহমান নানুু, হাফিজ আব্দুল হাদী, শেখ আলাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ ছালিক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ কনাই মুল্লা, আনহার মিয়া, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শেফুল, উপজেলা বিএনপি নেতা ছাব্বির আহমদ জায়গীরদার, নজরুল ইসলাম, আজমুল আলী মাসুক, সাইফুল ইসলাম চৌধুরী, চপলা রানী দাশ, মির্জা আব্দুল বাছিত, শেখ সুহেল আহমদ বকুল, আজমুল আলী জুয়েল, মৌলানা মনির হোসেন, মোঃ বাবরু মিয়া, শামীম আহমদ, আব্দুল জলিল বেলাল, ফয়ছল আহমদ মেম্বার, আব্দুর রব সিদ্দিকী, আব্দুস সবুর পুতুল, কামাল আহমদ, আলকাছ আলী, মৌলানা রওশন বেগ, মাহমদ আলী, আব্দুল জলিল, আজম আলী, আকবর আলী, বেলাল উদ্দিন, কাপ্তাই মিয়া মেম্বার, আঙ্গুর আলী, হাজী মবশ্বির আলী, আতিকুর রহমান আলা, শফিক মিয়া মেম্বার, হুমায়ুন কবির, দুলাল হোসেন, আব্দুল কুদ্দুস খালিছদার, মুহিবুর রহমান মুজিব, হাজী আব্দুল কুদ্দুস, মিলাদ বেগ, হারুন মিয়া মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমদ সেফুল, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, হুমায়ুন আহমদ, যুবদল নেতা আবুল ফতেহ ফাত্তাহ, মুহিব চৌধুরী মুজিব, রেজাউল আহমদ, বদরুল ইসলাম, আশিকুর রহমান, আবুল হোসেন, লুলু আহমদ, হাসান আহমদ, ছালামত খান, মিজানুর রহমান বাবলু, উপজেলা ছাত্রদল সভাপতি আজমুল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল, জেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমদ জুনু, উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সামাদ জাহেদ, পুলক দাস, মনসুর আহমদ, আব্দুস সালাম, শুভ লস্কর, রুজেল জায়গীরদার, সালমান আহমদ, জাকির, শহিদ, রুহেল, ইকবাল, শাহিন সেলিম, মিজান আহমদ, মুকিত, আলী জাবেদ, নুমান লস্কর, বদরুল, মামুন, ছালেহ আহমদ, ফয়সল, সাজু, সুমন, আলম, সাইদুল ইসলাম, জুনেদ, জামিল, মিজান বেগ, মাহবুব, সাহেদ, ফখরুল ইসলাম, শেখ শাহজাহান, নাঈম, সাগর, শাহি, তুহেল, রাসেল, সিপন, সাকিব ও পিপলু প্রমুখ। বিজ্ঞপ্তি