থাইল্যান্ডে বাসে অগ্নিকাণ্ডে ২০ বার্মিজ নাগরিক নিহত

28

কাজিরবাজার ডেস্ক :
থাইল্যান্ডে একটি দোতলা বাসে আগুন লেগে ২০ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্তসংলগ্ন পশ্চিম থাইল্যান্ডের টাক রাজ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, ব্যাংককের নিকটবর্তী শিল্প এলাকার একটি কারখানায় কাজের জন্য যাচ্ছিল মিয়ানমারের এসব নাগরিক।
পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট রায়ত আয়েমতাক বলেন, ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি।
তিনি বলেন, গাড়ির ড্রাইভার জানিয়েছেন, বাসের মাঝামাঝি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় যারা সামনে ছিল তারা বাস থেকে বের হতে পারলেও যারা পেছনে ছিল তারা ফাঁদে পড়ে যায়।
বাস দুর্ঘটনায় মৃত্যুবরণের ক্ষেত্রে থাইল্যান্ডের অবস্থান বিশ্বে দ্বিতীয়। প্রথম লিবিয়া।