বিশ্বনাথে জেলা প্রশাসক ॥ পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষকে সুস্থ রাখে

68

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
জেলা প্রশাসক (ডিসি) নুমেরী জামান বলেছেন- পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষকে সুস্থ রাখে। পরিবেশ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। তবেই উপজেলার সবুজ ও পরিচ্ছন্ন জনপদ গড়ে উঠতে বাধা থাকবে না। শনিবার দুপুরে জেলা প্রশসকের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রামসুন্দর সরকারি হাইস্কুল মাঠে বিশ্বনাথ উপজেলার পরিবেশ রক্ষার্থে ‘পরিচ্ছন্ন জনপদ ও সবুজ জনপদ’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রামসুন্দর সরকারি হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পংকি খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, রামসুন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সাংবাদিক আশিক আলী, প্রনঞ্জয় বৈদ্য অপু, বাচাও বাসিয়ার আহবায়ক ফজল খান।
সভা শেষে উপজেলা সদরে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্বনাথ নতুন ও পুরনো বাজার, বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়।