জোছনা খাদক

26

জোহরা খাতুন

ভাত রাঁধতে গিয়ে দেখি
নেই হাড়িতে চাল,
ডালের কৌটা খুলে দেখি
সেটারও বে-হাল।

লবণের কৌটো খালি পড়ে
তেল নেই গ্যালনে,
রসুন পেঁয়াজ ফুরালো সব
রান্না করি ক্যামনে।

মানিব্যাগটা খুলে দেখি
টাকাগুলো হাওয়া,
উপোস করে থাকতে হবে
ভুলে নাওয়া-খাওয়া।

কি আর করি অন্যমনে
উঠলাম গিয়ে ছাদে,
পূর্ণিমার চাঁদ রুটি হয়ে
খেতে আমায় সাধে।

মন ভরালাম জোছনা খেয়ে
পেট আমার খালি,
মনে মনে ভাগ্যটারে
দিলাম কতক গালি।

ক্ষুধার জ্বালা পেটে নিয়ে
ঘুমিয়ে পড়ি শেষে,
সারা দিনের অভুক্ত মন
চোখের জলে মেশে।