সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে নাদের বখত বিজয়ী

39

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ১৬,৩৫৪ ভোট পেয়ে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী নাদের বখত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে স্বতন্ত্র পদপ্রার্থী দেওয়ান গণিউল সালাদিন পেয়েছেন ৯,৪৮৫ ভোট। জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোতালেব সরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ২৩টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এই নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে নির্বাচন উপলক্ষে দিনভর চরম উত্তেজনা অব্যাহত থাকে। মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদিন ও ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনিত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন বিকেল সাড়ে ৩টায় পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগ এনে নির্বাচন ও ফলাফল বর্জন ঘোষণা করেছেন।
উল্লেখ্য গত ১ ফেব্র“য়ারী সাবেক নির্বাচিত মেয়র আওয়ামীলীগ নেতা আয়্যুব বখত জগলুলের অকাল মৃত্যুতে শূন্য হয়ে যায় সুনামগঞ্জ পৌরসভার মেয়রের পদ। ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করত: তপসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। শুধুমাত্র মেয়র পদের এ নির্বাচনে মাত্র ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টার অভিযোগে সালেক ও চপল নামের ২ যুবককে আটক করে পুলিশ। উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল সমর্থকদের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি ও ইটপাটকেল নিক্ষেপের শিকার হয়ে কনস্টেবল সাইফুলসহ ২ পুলিশ সদস্য গুরুতর আহত হন। নাশকতার আশংকায় আরপিননগরস্থ কেবি মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল সাড়ে ৩টার সময় ভোটগ্রহন স্থগিত রাখা হয়। ভোটকেন্দ্রের বাইরে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে বিজয়ী মেয়র নাদের বখত বলেন, নিশ্চিত পরাজয়ের আশংকায় পরিকল্পনা মোতাবেক মোবাইল প্রতীকের প্রার্থী কোনপ্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বাসায় বসে চুপিসারে নির্বাচন বর্জন করেছেন। তিনি ফলাফল মেনে পৌরবাসীর দেয়া রায়ের প্রতি সম্মান জানানোর জন্য প্রতিদ্বন্দ্বীদের প্রতি উদাত্ত আহবাণ জানান।