আদালতপাড়ায় ২ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ॥ পিবিআইকে মামলাটি পুন:তদন্তের নির্দেশ

40

স্টাফ রিপোর্টার :
আদালতপাড়ায় ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা পুন:তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সাইফুজ্জামান হিরো পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে এ নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হাদিউল ইসলাম প্রধান আসামীসহ ৪ জনকে বাদ দিয়ে গোপনে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করার পর আদালতে অভিযোগপত্রের ওপর নারাজি দেন মামলার বাদী যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন নিরানন্দ পাল। আসামী পক্ষের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে প্রায় একমাসে একাধিকবার পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদনের শুনানী পেছানোর পর গতকাল রবিবার শুনানী শেষে আদালত এ আদেশ দেন। জানা যায়, গত ১৪ ফেব্র“য়ারি এই মামলার চার্জশিট দাখিল করেন (নং ৫০/১৮) মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাদিউল ইসলাম। তিনি আদালতে দেয়া চাজর্শিটে মামলার প্রধান আসামি লিয়াকত আলীসহ তার ৩ সহযোগীকে বাদ দেন। পুলিশের দাখিল করা চার্জশিট থেকে বাদ পড়া ৪ জন হচ্ছেন- জৈন্তাপুরের মল্লিফৌদ গ্রামের ওয়াজিদ আলীর পুত্র লিয়াকত আলী, নয়াখেল গ্রামের মতিউর রহমানের পুত্র ফয়েজ আহমদ বাবর, আদর্শ গ্রামের জালাল মিয়ার পুত্র শামীম আহমদ ও খারুবিল গ্রামের আলী আহমদের পুত্র হোসাইন আহমদ।