ওসমানীনগরে নিরীহ পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

17

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষরা নিরীহ পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামের জহুর উদ্দিনের স্ত্রী অমরুন নেছার বাড়িতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় অমরুন নেছা বাদি হয়ে মঙ্গলবার রাতে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার থানার এসআই সাইফুল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অমরুন নেছার লিখিত অভিযোগে একই গ্রামের ইসলাম মিয়া, সাদিক মিয়া, মকন মিয়া, আখলিছ মিয়া, ছায়া বেগম, কামরুল মিয়া ও আলাই মিয়াকে অভিযুক্ত করা হয়েছে। বৃদ্ধা অমরুন নেছা বলেন, গত মঙ্গলবার ইসলাম মিয়া ও তার লোকজন হামলা করে আমার টিন সেডের ঘরটি ভেঙে দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের পর থেকে প্রতিপক্ষরা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। কিন্তু থানা পুলিশ আমার মামলাটি এখনও আমলে নিচ্ছে না। বুধবার রাতে তারাবির নামাজের পর প্রতিপক্ষরা আবারও আমার ঘরে হামলা করেছে। এ সময় হামলাকারীরা থানা থেকে অভিযোগটি তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে গেছে। প্রভাবশালী ইসলাম ও তার লোকজন অপকর্ম ঢাকতে নাটকীয় চুরির ঘটনা সাজিয়ে আমাদেরকে বিরুদ্ধে মামলা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেনন দেব বলেন, প্রকাশ্যে দিবালোকে হামলা করে বৃদ্ধা অমরুন নেছার ঘরটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এখন অসুস্থ স্বামীকে নিয়ে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এধরণের ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, হামলাকারীরা কারো কথা শুনতে রাজি নয়। তারা বিভিন্ন ভাবে ওই পরিবারকে হয়রানি করে আসছে এবং হামলা করে বৃদ্ধাকে আহত করেছে। এঘটনায় থানার এসআই সাইফুল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেলেও মামলা রেকর্ড করা হচ্ছে না। এ বিষয়ে অভিযুক্ত ইসলাম মিয়া বলেন, ওরা আমার ঘর চুরির চেষ্টা করেছিল। চুরির ঘটনা আড়াল করতে তারা আমার নামে বসতঘর ভাঙার কথা বলে বেড়াচ্ছে। ওসমানীনগর থানার এস আই সাইফুল মোল্লা বলেন, সরজমিন পরিদর্শনকালে বসতঘর গুঁড়িয়ে দেয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।