ফেঞ্চুগঞ্জে মার্কেটের পার্কিংয়ে গাড়িতে বিস্ফোরণে অগ্নিকান্ড, আহত ২

43

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জে পশ্চিমবাজারের সামাদ প্লাজার আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ে রাখা গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল পৌণে ৪ টার দিকে এ বিস্ফোরণটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় একটি নোহা মডেলের মাইক্রোবাস ও একটি কার পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস টিম। পার্কিং করে রাখা অনেকগুলো গাড়ির মধ্যে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ঘ-৩৩-৩২৪৩) আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী পারভেজ আহমেদ জানান, আগুন দেখার সাথে সাথে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন করা হলে দুইটি টিম ঘটনাস্থলে এসে কাজ শুরু করে কিন্তু প্রচন্ড ধোয়ার কারনে কাজে ব্যাঘাত হচ্ছিল। পরে সার্চিং লাইটের ব্যবস্থা করে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান তারা। কিন্তু ফায়ার সার্ভিসের জনবল পর্যাপ্ত না থাকায় আগুন নিয়ন্ত্রন করতে বেগ পেতে হচ্ছিল। এ সময় ফায়ার সার্ভিসের দুই জন ফায়ার ফাইটার ধোয়ায় আক্রান্ত হয়ে শ্বাস কষ্টজনিত হয়ে আহত হন। এর মধ্যে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিমান কুমার সিংসকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার একটি নোহা মাইক্রো গাড়ি ও প্রাইভেট কার পুড়ে যাওয়া ছাড়া আপাতত অন্য কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, ফেঞ্চুগঞ্জ থানা, ও ডিএসবি দল ছিলেন।