দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ————– আল্লামা ইজহারুল ইসলাম চৌধুরী

74

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রিয় নায়েবে আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, একজন মোমিনকে প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা প্রয়োজন এবং নিয়তের পরিশুদ্ধি করা অতীব জরুরী। তিনি বলেন, দেশে এখন জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। এসব অন্যায়, অত্যাচার, অবিচার ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশের প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। দেশের এই ক্রান্তি কালে বাংলাদেশের আলেম-উলামাদের কর্তব্য রয়েছে। এই ঈমানী দায়িত্ব পালনে অবহেলা করলে দেশের উপর আল্লাহর গজব নাজিল হবে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
তিনি গত ২৫ ফেব্র“য়ারী শনিবার ঘাসিটুলা মাখজানুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ঘাসিটুলা মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন কর্নেল অব: মোহাম্মদ আলী, মুফতী ফয়জুল হক জালালাবাদী, ক্বারী আব্দুল মতিন, মাওলানা আনোয়ার, মাওলানা আছলাম রহমানী প্রমুখ। বিজ্ঞপ্তি