জেলা আইনজীবী সমিতির ২০১৮ সনের ৪ কোটি ১৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা

57

সোমবার জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদকদ্বয় এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বার্ষিক বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মাওলানা মোঃ আব্দুর রহমান চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সন্তুুষ কান্তি ভট্টাচার্য। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ বার্ষিক বাজেট সাধারণ সভায় সমিতির ২০১৮ সনের ৪,১৮,৮৫,৮২৮ টাকার বাজেট ঘোষণা করেন।
উক্ত বার্ষিক বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-১ এডভোকেট মোঃ শফি আহমদ ও সহ সভাপতি-২ এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোছাঃ রাহিমা খানম রিমা, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ নির্বাচন কমিশনার এডভোকেট পান্না লাল দাস, সহ নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ মখলিছুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ওহিদুর রহমান চৌধুরী, সহ-সম্পাদক এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা, সহ সম্পাদক এডভোকেট মোঃ হেদায়েত হোসেন তানবীর ও সহ-সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্ব এডভোকেট মোঃ আব্দুস শহীদ, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট মোঃ আখতার হোসেন খান, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মোঃ আব্দুল ওদুদ, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট কঙ্কন কুমার রায়, এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, এডভোকেট মোঃ ইতরাত হোসেন চৌধুরী।
বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম আশরাফ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রাজ্জাক চৌধুরী জুবের এডভোকেট, সিনিয়র সদস্য ভি.পি.জি.পি. মোঃ রাজ উদ্দিন এডভোকেট, মইনুল ইসলাম এডভোকেট, আলিম উদ্দিন এডভোকেট, মোঃ জহুরুল ইসলাম এডভোকেট ও বদরুল আহমদ চৌধুরী এডভোকেট প্রমুখ। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৪,১৮,৮৫,৮২৮/- (চার কোটি আঠারো লক্ষ পঁচাশি হাজার আটশত আটাশ) টাকা আয়, ৪,১৬,০২,৬০০/- (চার কোটি ষোল লক্ষ দুই হাজার ছয়শত) টাকা ব্যয় এবং ২,৮৩,২২৮/- (দুই লক্ষ তিরাশি হাজার দুইশত আটাশ) টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত ও গৃহীত হয়। বিজ্ঞপ্তি